আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি হেল্থ টিপ্স পোস্ট : পাথর কুচি পাতার যত গুনাগুন।
আজকের টপিক : পাথর কুচি পাতার ১৩ টি গুনাগুন।
🔰 এই টপিক পড়লে জানতে পারবেন:-
⚛ তো চলুন জেনে নিই ⚛
☑ পাথর কুচি পাতার গুনাগুন বা কাজ কি?
☑ কি কি রোগের উপকার করে পাথর কুচি পাতা?
☑ কিভাবে পাথর কুচি পাতা খেতে হয় নিয়মাবলি।
☑ ইত্যাদি পাথর কুচি পাতার গুনাগুন।
নিম্নে পাথর কুচি পাতার ১৩ টি গুনাগুন দেওয়া হলো:-
◻ শিশুর পেট ব্যথা, পিঠ ব্যথা সারাতে সাহায্য করে।
◻ পাইলস্ ও অশ্বরোগ থেকে মুক্তি দেয়।
◻ সর্দি সারাতে অনেক উপকারী।
◻ ত্বকের জন্য খুবই উপকারি।
◻রক্তক্ষরণ কমাতে সাহায্য করে।
◻ পেট ফাঁপা দূর করে হজমে সাহায্য করে।
◻শরীরের জ্বালাপোড়া দূর করতে উপকারি।
◻বিষাক্ত পোকামাকড়ের বিষ তুলতে উপকারি।
◻ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে ও মুত্রথলির সমস্যা থেকে মুক্তি দেয় পাথরকুচি পাতা।
◻কলেরা , ডায়রিয়া ও রক্ত আমাশয় খুব উপকারী ।
◻ কিডনির পাথর অপসারণে সাহায্য করে।
◻ কাটাঁছেড়া তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে।
◻ ফোঁড়ার ব্যথা দূর করে।
তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বিদায়।