ফেসবুক গ্রুফে মনিটাইজেশন অন করুন খুব সহজেই।√√





বরাবরের মতো আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।

আজকের পোস্ট টি একটু আলাদা। 

ফেসবুকের নতুন ফিচার হালনাগাদ হয়েছে ফিচারটি হচ্ছে ফেসবুক গ্রুপ মনিটাইজেশন ।

হ্যাঁ কল্পনা হলেও সত্য ফেসবুকের এটি একটি নতুন ফিচার।

ফেসবুক গ্রুপ মনিটাইজেশন করতে হলে প্রয়োজন ;-


  •  গ্রুপ মেম্বার ১০০০ লাগবে।√
  • গ্রুপটি অবশ্যই পাবলিক হতে হবে।√



সব ঠিক-ঠাক থাকলে নিচের স্কিনসর্ট গুলো লক্ষ করুন;-

প্রথমে যেইকোনো ব্রাউজার দিয়ে এই লিংকে যানঃ-  Click Here
 
তারপর আপনাকে এই পেজে নিয়ে যাবে ঃঃ-

তারপর আপনার যেই গ্রুপের মনিটাইজেশন অন করতে চান সেই গ্রুপ সিলেক্ট করুন। তারপর Next এ ক্লিক করুন।

তারপর রিভিও ডিটেইলস যা চায় দিয়ে দিন। তারপর  next এ ক্লিক করুন।

তারপর আপনাকে স্ক্রোল করতে হবে, তারপর Confirm দিন। আপনার গ্রুপ আন্ডার রিভিওতে চলে যাবে।


পোস্ট বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করুন।

ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Ahmed Ramjan

Nothing Is Impossible.

Jonny Richards

Templateify is a site where you find unique and professional blogger templates, Improve your blog now for free.

Post a Comment (0)
Previous Post Next Post