পাতিলেবুর উপকারিতা? কি কি কাজে পাতিলেবু প্রয়োজন? পাতি লেবু কি কি রোগ সারাতে পারে? | The benefits of lemons? What is the use of lemons? What diseases can lemon leaf cure? | HealthZbd.blogspot.com

   


আসসালামু আলাইকুম ।


সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন।


আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি নতুন টপিক। এই টপিকটি সবার জন্য প্রয়োজনীয়। 


টপিক নাম : পাতিলেবুর যতো উপকারিতা। কি কি কাজে পাতি লেবু লাগে? কি কি রোগ সারাতে পাতি লেবু দরকার।


লেবুর বৈশিষ্ট্য বর্তমানে A2Z  এসবক্ষেত্রেই লেবুর টেস্টই আলাদা। ভাতের সাথে লেবুর রস খেতে আমরা সবাই ই অভ্যস্থ। আসলে লেবুর সামান্য একটু রস আমাদের খাবার কে করে তুলে অনেক মজাদার। বর্তমানে লেবু শুধু খাওয়ার জন্য নয় বরং নানান রোগ সারাতেও ব্যবহার করা হয়। এ নিয়ে নিম্নে আলোচনা করা হলো:-

তাহলে চলুন জেনে নিই পাতিলেবুর গুনাগুন:-

☑  একবালতি গরম বা ঠান্ডা পানিতে একটি লেবু গলে নিয়ে সেই পানিতে গোসল করলে চামড়া নরম ও উজ্জল হয়।

☑  লেবুর রস মাথায় ভালো করে ঘষে নিয়ে চুল ধুয়ে নিলে চুলের ময়লা দুর হয়, এবং মাথার চুলকানি সারে এবং চুল পরিষ্কার চকচকে থাকে।

☑  লেবুর রসে সর্ষের তেল মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে শেকে শিশিতে ভরে নিন। কানে দু-ফোটা করে দিন কানে ফুচ বা চুলকানি, কানের ব্যথা, এমনকি বধিরতার উপশম হবে।

☑ একটি পাকা পাতিলেবুর রসে অল্প মধু মিশিয়ে চাটলে শরিরের স্থুলতা কমে ও শরিরে স্ফুর্তি আসে।

শরিরের কোনো জায়গা কেটে গেলে এক টুকরো কাপড়ে লেবুর রস ভিজিয়ে সেখানে জরিয়ে রাখলে রক্তপড়া বন্ধ হয়ে যায়।

☑ দু-চামচ লেবুর রস ও দু-চামচ আদার রস মিশিয়ে তাতে একটু চিনি মিশিয়ে খেলে তাতে বদহজমজনিত সব রকমের পেট ব্যথা সারে।

☑ রাতে শোবার সময় গরম চলে পাতি লেবুর রস গুলে খেলে সর্দি সারে। কিছুূদিন এইভাবে খেলে সর্দি সেরে যায়।

☑ লেবুর রস আঙুলে লাগিয়ে দাতের মাড়িতে মালিশ করলে রক্ত পড়া বন্ধ হয়।

☑ সকাল বেলা খালি পেটে খাওয়ার আগে একটা পাতি লেবুর রস গরম করে জলে গুলে খেলে লিভারের দোষ ও পিত্তের দোষ সারে।

☑ এক পেয়ালা কড়া চা - য়ে একটি পাতি লেবুর রস মিশিয়ে খেলে মাথা ধরা সারে ও মন চাঙা হয়।

☑ স্কার্ভি ও অস্তিসংক্রান্ত রোগে টাটকা লেবুর রসই মহৌষধ ।

☑ কয়েক ফোটা পাতি লেবুর রস জলে মিশিয়ে খেলে চোখের জ্যোতি বাড়ে।

☑ বিছে বা বিষাক্ত পোকা যেখানে কামড়িয়েছে , লেবু ঘোসলে সেই জায়গায় জালা কমে জায়।

☑ চুলকানিতে গায়ে সূর্যের তাপ বেশি লেগে গেলে গায়ে যে কষ্ট হয় তাতে লেবুর রস অনেক উপকারী।




 
Ahmed Ramjan

Nothing Is Impossible.

Jonny Richards

Templateify is a site where you find unique and professional blogger templates, Improve your blog now for free.

Post a Comment (0)
Previous Post Next Post