আসসালামু আলাইকুম ।
সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন।
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি নতুন টপিক। এই টপিকটি সবার জন্য প্রয়োজনীয়।
টপিক নাম : পাতিলেবুর যতো উপকারিতা। কি কি কাজে পাতি লেবু লাগে? কি কি রোগ সারাতে পাতি লেবু দরকার।
লেবুর বৈশিষ্ট্য : বর্তমানে A2Z এসবক্ষেত্রেই লেবুর টেস্টই আলাদা। ভাতের সাথে লেবুর রস খেতে আমরা সবাই ই অভ্যস্থ। আসলে লেবুর সামান্য একটু রস আমাদের খাবার কে করে তুলে অনেক মজাদার। বর্তমানে লেবু শুধু খাওয়ার জন্য নয় বরং নানান রোগ সারাতেও ব্যবহার করা হয়। এ নিয়ে নিম্নে আলোচনা করা হলো:-
তাহলে চলুন জেনে নিই পাতিলেবুর গুনাগুন:-
☑ একবালতি গরম বা ঠান্ডা পানিতে একটি লেবু গলে নিয়ে সেই পানিতে গোসল করলে চামড়া নরম ও উজ্জল হয়।
☑ লেবুর রস মাথায় ভালো করে ঘষে নিয়ে চুল ধুয়ে নিলে চুলের ময়লা দুর হয়, এবং মাথার চুলকানি সারে এবং চুল পরিষ্কার চকচকে থাকে।
☑ লেবুর রসে সর্ষের তেল মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে শেকে শিশিতে ভরে নিন। কানে দু-ফোটা করে দিন কানে ফুচ বা চুলকানি, কানের ব্যথা, এমনকি বধিরতার উপশম হবে।
☑ একটি পাকা পাতিলেবুর রসে অল্প মধু মিশিয়ে চাটলে শরিরের স্থুলতা কমে ও শরিরে স্ফুর্তি আসে।
☑শরিরের কোনো জায়গা কেটে গেলে এক টুকরো কাপড়ে লেবুর রস ভিজিয়ে সেখানে জরিয়ে রাখলে রক্তপড়া বন্ধ হয়ে যায়।
☑ দু-চামচ লেবুর রস ও দু-চামচ আদার রস মিশিয়ে তাতে একটু চিনি মিশিয়ে খেলে তাতে বদহজমজনিত সব রকমের পেট ব্যথা সারে।
☑ রাতে শোবার সময় গরম চলে পাতি লেবুর রস গুলে খেলে সর্দি সারে। কিছুূদিন এইভাবে খেলে সর্দি সেরে যায়।
☑ লেবুর রস আঙুলে লাগিয়ে দাতের মাড়িতে মালিশ করলে রক্ত পড়া বন্ধ হয়।
☑ সকাল বেলা খালি পেটে খাওয়ার আগে একটা পাতি লেবুর রস গরম করে জলে গুলে খেলে লিভারের দোষ ও পিত্তের দোষ সারে।
☑ এক পেয়ালা কড়া চা - য়ে একটি পাতি লেবুর রস মিশিয়ে খেলে মাথা ধরা সারে ও মন চাঙা হয়।
☑ স্কার্ভি ও অস্তিসংক্রান্ত রোগে টাটকা লেবুর রসই মহৌষধ ।
☑ কয়েক ফোটা পাতি লেবুর রস জলে মিশিয়ে খেলে চোখের জ্যোতি বাড়ে।
☑ বিছে বা বিষাক্ত পোকা যেখানে কামড়িয়েছে , লেবু ঘোসলে সেই জায়গায় জালা কমে জায়।
☑ চুলকানিতে গায়ে সূর্যের তাপ বেশি লেগে গেলে গায়ে যে কষ্ট হয় তাতে লেবুর রস অনেক উপকারী।